• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা-মেয়ের আত্মহত্যা


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২২, ০৬:৩৫ পিএম
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা-মেয়ের আত্মহত্যা

বগুড়ার আদমদীঘি উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা ও মেয়ে আত্মহত্যা করেছেন।

ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার প্রান্নাথপুর এলাকা অতিক্রমকালে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন প্রান্নাথপুর গ্রামের নাঈম হোসেনের স্ত্রী মরিয়ম বেগম (২৮) এবং তার ৬ বছর বয়সের মেয়ে নুরজাহার মৃত্তিকা। দুপুরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

উপজেলার সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নরেশ চন্দ্র জানান, মরিয়ম বেগম স্টেশনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার স্টেশন অতিক্রম করছিল। রানীনগর স্টেশনে পৌঁছার আগে প্রান্নাথপুরের কাছে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা ও মেয়ে মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

মরিয়মের চাচা সাখাওয়াত জানান, মরিয়মের পারিবারে কলহ ছিল। সে কারণে এ ঘটনা ঘটতে পারে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আজম বলেন, “এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!