• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ৯ সফর ১৪৪৬

ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২, ০৬:৫৪ পিএম
ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত

যশোরের বেনাপোলে ট্রেনে কাটা পড়ে আলী হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বেনাপোলের কাগজপুকুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আলী হোসেন সাতক্ষীরার বালিয়াডাংগা গ্রামের রমজান চৌকিদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাগজপুকুর মোড়ে দোকানে বসে চা খাচ্ছিলেন আলী হোসেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনেটি ওই এলাকায় পৌঁছালে ইচ্ছাকৃতভাবে হোসেন ট্রেন লাইনের ওপর শুয়ে পড়েন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় সেখানে কিছুক্ষণ পরেই মারা যান আলী হোসেন।

স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, রেল পুলিশের একটি টিম ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 

Link copied!