ঝালকাঠির রাজাপুরে ট্রাক চাপায় রাব্বি হোসেন (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। হতাহতরা সবাই মোটরসাইকেল আরোহী ছিলেন।
শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাজাপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ঘাতক ট্রাকের চালক মেহেদি হাসানকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ট্রাকটি। বিষয়টি নিশ্চিত করেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
রাব্বি উপজেলার উত্তর মনোহরপুর গ্রামের রিকশাচালক বশির হোসেনের ছেলে ও মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। তিনি বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়েছিলেন।
আহতরা হলেন মনোহরপুর গ্রামের মজনু হাওলাদারের ছেলে ইমরান, ঝালকাঠির কীর্ত্তিপাশা গ্রামের আবুল ফরিদের ছেলে রাজিব ও একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে রনি। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি গোলাম মোস্তফা জানান, খুলনাগামী ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে দুমড়ে মুচড়ে যায় এবং আরোহীরা আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসকরা রাব্বিকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘাতক ট্রাকটির চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি গোলাম মোস্তফা।