• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ঝালকাঠি-বরিশাল বাস চলাচল বন্ধ


ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২১, ০৯:৪৯ পিএম
ঝালকাঠি-বরিশাল বাস চলাচল বন্ধ

ঝালকাঠি-বরিশাল মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিক ইউনিয়ন।

ঝালকাঠি বাসস্ট্যান্ডে এক চালকের উপর হামলার ঘটনার প্রতিবাদে রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ধর্মঘটের ডাক দেয় সংঘঠনটি। ধর্মঘটের ফলে অসংখ্য যাত্রী বিপাকে পড়েছেন।

শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঝালকাঠি-বরিশাল মিনিবাস শ্রমিক ইউনিয়নের ড্রাইভার মো. বেল্লাল হোসেনকে ঝালকাঠি পৌর কর্মচারী মনির হোসেন পিটিয়ে গুরুতর আহত করেন। আহত বেল্লালকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা বাস রাস্তায় রেখে সকল যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পুলিশ এসে রাস্তা থেকে বাসটি সরিয়ে দিয়েছে। 

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী জানিয়েছেন, জেলা বাস স্ট্যান্ডে পৌর কর্মচারী মনির হোসেনের হামলায় বাস ড্রাইভার আহত হন। এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে, ঝালকাঠি ও বরিশাল মহাসড়কের বাস ও মিনিবাসের শ্রমিকরা একযোগে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট ডেকেছেন।

Link copied!