সাভারে ছুরিকাঘাতে সোহেল হোসেন (৩০) নামের এক রিকশাচালককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২১ নভেম্বর) সকালে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে শনিবার রাতে সাভার পৌর এলাকার মধ্য রাজাশন মহল্লায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
সোহেল নীলফামারীর জলঢাকা উপজেলার মোকছেদুল হোসেনের ছেলে। সে পরিবার নিয়ে সাভার পৌর এলাকার ভাড়া বাসায় বসবাস করতেন।
নিহতের বাবা মোকছেদুল বলেন, “রাতে আমি চায়ের দোকানে বসেছিলাম। হঠাৎ এক যুবক এসে বলে সোহেল রিকশায় পড়ে আছে। আমি শুনে রিকশায় গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় আমার ছেলে পড়ে আছে। এরপরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।”
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করেছে। কী কারণে ওই রিকশাচলককে হত্যা করা হয়েছে, তা তদন্ত করা হচ্ছে। সেই সঙ্গে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার পেটে ছুরিকাঘাতের চিহ্ন ছিল বলে জানান তিনি।