• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২২, ০৮:২৫ এএম
ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি

আধিপত্য বিস্তার নিয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ৮টার দিকে স্থানীয় সংসদ সদস্য মহিবুর রহমান মানিক সমর্থিত ছাত্রলীগ নেতা মাসুম ও মাহতাব গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বাধে।

সিলেট-সুনামগঞ্জ সড়কে সংঘর্ষ চলায় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার জাউয়া বাজার কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে দুই ছাত্রলীগ নেতার পক্ষ নিয়ে অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে তা ব্যাপক আকার ধারণ করে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ বলেন, “সংঘর্ষ রাতের বেলা হওয়ায় সাবধানতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে।”
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!