নোয়াখালীর চৌমুহনী পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জন পুলিশসহ আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক।
শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে জুমার নামাজের পর থেকে বিকেল পর্যন্ত এসব হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জুমার নামাজের পর থেকে পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এ সময় কলেজ রোডের বিজয়া পূজা মণ্ডপে অগ্নিসংযোগও করা হয়। পূজা মণ্ডপের পাশাপাশি সংখ্যালঘুদের বাড়িঘর ও দোকানপাটেও হামলা চালায় দুর্বৃত্তরা।
চৌমুহানীর বিজয়া পূজা মণ্ডপে দুর্বৃত্তদের হামলার সময় যতন সাহা (৪২) নামের একজন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে জানা গেছে। নিহত যতন সাহার বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার গোবিন্দপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত মনোরঞ্জন সাহার ছেলে। তিনি পূজা উপলক্ষে চৌমুহনীতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।
হামলায় জেলা পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, বেগমগঞ্জ মডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান শিকদার, কনেস্টেবল শাহাদাত হোসেন, কামরুল হাসান, রাকেশ দেবনাথসহ ১০ জন আহত হয়েছেন।