• ঢাকা
  • শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

চার রোহিঙ্গা ডাকাত আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২১, ১১:৪৯ এএম
চার রোহিঙ্গা ডাকাত আটক
প্রতীকী ছবি

কক্সবাজারের ক্যাম্পগুলোতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চার রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। 

শুক্রবার (২৪ ডিসেম্বর) উখিয়া থানাধীন কুতুপালং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

১৪ এপিবিএন সূত্রে জানা যায়, ২০ থেকে ৩০ জন রোহিঙ্গা দেশিয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে এপিবিএন এর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ডাকাতেরা। এ সময় স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় তাদেরকে আটক করা হয়। অন্য ডাকাতরা পাহাড়ের দিকে পালিয়ে যায়।

আটকরা হলেন- আবুল আলম (৫০), মো. রফিক (২৯), আবু তাহের (২৭) ও কলিম উল্ল্যাকে (৩২) ।

এ সময় তাদের কাছ থেকে রাম দা ও ছোরা উদ্ধার করা হয়েছে বলেও জানায় এপিবিএন।

কক্সবাজার-৮ এপিবিএন অধিনায়ক (এসপি) নাঈমুল হক বলেন, “আটক চারজনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করে উখিয়া থানায় পাঠানো হয়েছে।”

Link copied!