• ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২, ৫ জ্বিলকদ ১৪৪৬

চাকরির প্রলোভনে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২


পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২১, ২০২২, ০২:৪০ পিএম
চাকরির প্রলোভনে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

পটুয়াখালীর গলাচিপায় চাকরির প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে (১৫) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ জুলাই) সন্ধ্যায় গোলখালী ইউনিয়নের হরিদেবপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন রিয়াজ হাওলাদার (৩০) ও রাব্বী গাজী (৩৫)। তাদের বাড়ি ডাকুয়া ইউনিয়নের আটখালী গ্রামে।  

এ ঘটনায় ওই কিশোরীর মা গলাচিপা থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই ওই দুই যুবক গজালিয়া ইউনিয়নের চর চন্দ্রাইল গ্রামের ওই কিশোরীকে চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে যান। সেখানে দুদিন থাকার পর চাকরি না দিয়ে বুধবার সকালে ফের গলাচিপা নিয়ে আসেন। পরে বিকেলে গোলখালী ইউনিয়নের চর সুহরী গ্রামের একটি ফাঁকা বাড়িতে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করেন। এক পর্যায়ে ওই কিশোরী পালিয়ে পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নিলে পুলিশে খবর দেয়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার বলেন, “এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!