ভাড়া নিয়ে বাগ্কবিতণ্ডার জেরে চট্টগ্রামে রহমত উল্লাহ নামের এক স্কুলশিক্ষককে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (২৭ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের কোতোয়ালি থানার পুরনো রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রহমত উল্লাহ নগরীর পাঁচলাইশ এলাকার হাবিবউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন গতকাল রাতে বলেন, রহমত উল্লাহ অক্সিজেন এলাকা থেকে বাসে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন। এ সময় অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে চালকের সহকারীর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। রহমত উল্লাহ স্টেশন রোডের বটতলী এলাকায় নেমে যেতে চাইলে তাকে নামতে না দিয়ে পুরোনো রেলস্টেশন এলাকায় নিয়ে যাওয়া হয়। এরপর চালকের সহকারী ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে তাকে ফেলে দেয় ও তার পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।
ওসি নেজাম উদ্দিন আরও জানান, বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাসচালক ও সহকারীকে শনাক্তের চেষ্টা চলছে।