• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

গ্যাস বিস্ফোরণ : একই পরিবারের ৪ জন দগ্ধ


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২১, ০২:০৮ পিএম
গ্যাস বিস্ফোরণ : একই পরিবারের ৪ জন দগ্ধ
ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের দুই শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন।

দগ্ধরা হলেন- মো. সোলায়মান (৪২), তার স্ত্রী রিমা আক্তার (৩০), তাদের ছেলে মাহিদ (১৩) ও আরশ (৩)। বর্তমানে তারা সবাই শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৬ ডিসেম্বর) ভোরের দিকে আড়াইহাজারের কুমারপাড়া এলাকার একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ডা. এস এম আইউব হোসেন বলেন, “দগ্ধদের মধ্যে সোলায়মানের শরীরের ৯৫ শতাংশ, তার স্ত্রী রিমার ১৫ শতাংশ, শিশু মাহিদের ১৩ ও আরশের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। তবে এদের মধ্যে সোলায়মানের অবস্থা আশঙ্কাজনক।”

এছাড়া তিনজনেকে ভর্তি করা হলেও আরশকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়টি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!