• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

গাংনী উপজেলা আ. লীগের সম্মেলনে দুপক্ষের সংঘর্ষ


মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২২, ০৭:৪৪ পিএম
গাংনী উপজেলা আ. লীগের সম্মেলনে দুপক্ষের সংঘর্ষ

১৮ বছর পর মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ২টার সময় গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সম্মেলন শুরু হয়। রাতে দ্বিতীয় অধিবেশনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন।

সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. পারভীন জামান কল্পনা ও গ্লোরিয়া ঝর্ণা সরকার। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

এদিকে সম্মেলনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে একজন আহত হয়েছে। রোববার বিকেলে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সম্মেলনের শুরুতে এ সংঘর্ষ হয়। তবে পুলিশ এবং আওয়ামী লীগের নেতাদের মধ্যস্ততায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সম্মেলনের কার্যক্রম এগিয়ে চলে। আহত আওয়ামী লীগ কর্মীর নাম মহিবুল ইসলাম ( ৪০)। তিনি গাংনী থানা পাড়ার বাসিন্দা। তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!