• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২২, ০৫:০১ পিএম
গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ছবি: সংবাদ প্রকাশ

কুমিল্লা নগরীর ধর্মপুর এলাকা থেকে সাত কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো. জহিরুল ইসলাম (৫০)। সে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার শাহাপুর সাতানি গ্রামের মৃত আবু মিয়ার ছেলে।

রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ধর্মপুর পশ্চিম চৌমুহনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় সাত কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জহিরুল ইসলাম দীর্ঘদিন যাবত কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। 

আসামির বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Link copied!