• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

খুবির শিক্ষা কার্যক্রম আপাতত সশরীরেই চলবে


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২, ০৫:৫৫ পিএম
খুবির শিক্ষা কার্যক্রম আপাতত সশরীরেই চলবে

চলমান করোনা পরিস্থিতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ক্লাস আপাতত সশরীরে চালু রাখার ওপর আলোকপাত করেছেন উপাচার্য ড. মাহমুদ হোসেন।

বুধবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে একাডেমিক প্রধানদের সঙ্গে উপাচার্যের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য।

সভায় চলমান কোভিড পরিস্থিতিতে খুবির ক্লাস আপাতত সশরীরে চালু রাখা, একই সঙ্গে অনলাইনের প্রস্তুতি এবং প্রয়োজনে মিক্সড পদ্ধতি অনুসরণের সম্ভাব্য দিকেও তিনি আলোকপাত করেন।

কোভিড পরিস্থিতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ এবং যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে উপাচার্য বেশ কিছু দিকনির্দেশনা দেন। এ বিশ্ববিদ্যালয়ের যদি কোনো শিক্ষার্থী এখনো টিকা গ্রহণ না করে থাকে, তাহলে তাদের খোঁজ নিয়ে তালিকা প্রণয়ন এবং বিশেষ ব্যবস্থায় টিকা গ্রহণে সুযোগ করে দিতে নির্দেশনা দেন।

সভায় বক্তব্য দেন উপ-উপাচার্য প্রফেসর ড. হোসনে আরা এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। সভায় বিশ্ববিদ্যালয়ের সকল স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক প্রভোস্ট ও পরিচালকরা উপস্থিত ছিলেন।

Link copied!