• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

কাঁকড়ার বস্তায় ইয়াবা, আটক দুই


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০৯:১৮ এএম
কাঁকড়ার বস্তায় ইয়াবা, আটক দুই

কক্সবাজারের পেকুয়ায় কাঁকড়ার বস্তায় করে পাচারকালে ৪ হাজার ৫২০ পিস ইয়াবাসহ নাছির উদ্দীন (৩৫) ও আব্দুল হান্নান (৪০) নামের দুই যুবককে আটক করেছে  পুলিশ।

শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নন্দীর পাড়া স্টেশন থেকে তাদের আটক করা হয়। 

আটক নাছির উদ্দীন চকরিয়া উপজেলার ডেমুশিয়া লাল ব্রিজ এলাকার আলী আহমদের ছেলে ও আব্দুল হান্নান একই উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলি এলাকার নুরুল আমিনের ছেলে।

পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বলেন, “আটক দুজন কাঁকড়ার আড়ালে দীর্ঘ দিন ধরে বাঘগুজরাসহ আরো কয়েকটি সড়ক ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করে আসছিল। শনিবার সন্ধ্যায় পুলিশের কাছে খবর আসে মাদকের একটি চালান যাচ্ছে চট্টগ্রাম শহরের দিকে। পরে সড়কটিতে তল্লাশি চালিয়ে কাঁকড়ার একটি বস্তা থেকে ৪ হাজার ৫২০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।”

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুই যুবককে ইয়াবাসহ আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!