• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

কলেজশিক্ষক হত্যার বিচার চেয়ে বিক্ষোভ


সাভার প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৮, ২০২২, ০২:২৫ পিএম
কলেজশিক্ষক হত্যার বিচার চেয়ে বিক্ষোভ

সাভারের আশুলিয়ায় কলেজশিক্ষক উৎপল কুমার সরকারের (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ও অভিযুক্ত ছাত্রকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৮ জুন) দুপুরে আশুলিয়ার ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় অভিযুক্ত ছাত্র জিতুকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজে শনিবার (২৫ জুন) মেয়েদের ক্রিকেট খেলা চলছিল। হঠাৎ আশরাফুল ইসলাম জিতু নামের এক ছাত্র মাঠের এক পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষক উৎপলকে স্ট্যাম্প দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সোমবার ভোর সোয়া ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জিতু চিত্রশালাই এলাকার উজ্জ্বল হাজীর ছেলে এবং ওই স্কুলের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত।

এ ঘটনায় রোববার (২৬ জুন) আশুলিয়া থানায় নিহত শিক্ষকের বড় ভাই অসীম কুমার সরকার বাদী হয়ে জিতুর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে এখনও জিতু পলাতক রয়েছে।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!