• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

ঋণ পরিশোধ করতে না পেরে যুবকের আত্মহত্যা


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২২, ০৩:০৮ পিএম
ঋণ পরিশোধ করতে না পেরে যুবকের আত্মহত্যা

নাটোরের লালপুরে ঋণ পরিশোধ করতে না পেরে আলামিন (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

রোববার (২৮ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার কেশববাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আল-আমিন একই গ্রামের কালামুদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলামিন ঋণগ্রস্ত হওয়ায় বিভিন্ন লোকজন টাকার জন্য চাপ দেয়। টাকা পরিশোধ করতে না পারায় তার স্ত্রী সুজেলা খাতুন রাগ করে বাপের বাড়ি চলে যান। এতে ঋণের চাপ সইতে না পেরে পরিবারের অজান্তে ধরনার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন আলামিন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়ারুজ্জামান বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় লালপুর থানায় মামলা হয়েছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!