• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আদালতে পৌঁছানো হলো না মোমিনের


মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ১২:৪৫ পিএম
আদালতে পৌঁছানো হলো না মোমিনের

মেহেরপুরের গাংনীতে ট্রলির নিচে চাপা পড়ে জজ কোর্টের বেঞ্চ সহকারী মোমিন হোসেনের (৩০) মৃত্যু হয়েছে।

রোববার (২১ নভেম্বর) সকাল ১০টার সময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চেংগাড়া বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

মোমিন উপজেলার মোহাম্মদপুর গ্রামের মারজুল হকের ছেলে। তিনি কিছুদিন দৈনিক ভোরের ডাক পত্রিকার গাংনী প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মোমিন হোসেন মোটরসাইকেলযোগে মেহেরপুর কোর্টে যাচ্ছিলেন। পথে চেংগাড়া বাজারের অদূরে অপর একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় পেছনে থাকা আসা একটি ইটবোঝাই ট্রলির নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে আহতবস্থায় উদ্ধার করে গাংনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন সাইলা বলেন, “মোমিন হোসেনকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।”

Link copied!