পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ইজিবাইকের ধাক্কায় লায়লাতুন নামে চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার (৮ এপ্রিল) আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের দোহশুহ এলাকার রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু লায়লাতুন একই গ্রামের দাইমুল ইসলামের মেয়ে।
পুলিশ জানায়, বিকেলে লায়লাতুন বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে সে রাস্তা পার হতে নেয়। এই সময় বোদা থেকে আটোয়ারীগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে শিশুটি। স্থানীয়রা লায়লাতুনকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মেহেদী হাসান জানান, ঘটনার পর ইজিবাইকটি জব্দ করেন স্থানীয়রা। তবে চালক পালিয়ে গেছেন।







































