• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১১ সফর ১৪৪৬
সীতাকুণ্ডে বিস্ফোরণ

আগুন নেভাতে জীবন দিলেন রানা মিয়া


মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুন ৫, ২০২২, ০৯:২৪ পিএম
আগুন নেভাতে জীবন দিলেন রানা মিয়া

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোর আগুন নেভাতে গিয়ে জীবন দিয়েছেন ফায়ার সার্ভিস কর্মী রানা মিয়া (২২)।

রোববার (৫ জুন) দুপুরে তার মরদেহ শনাক্ত করেন ভগ্নিপতি বিজিবি সদস্য রাসেল শেখ।

নিহত রানা মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার নবগ্রাম গ্রামের পান্নু মিয়ার ছেলে। তিনি ২০২০ সালে ফায়ার সার্ভিসে যোগ দেন। চট্টগ্রামের কমিরা ফায়ার স্টেশনের কর্মরত ছিলেন তিনি। রানার ছোট এক ভাই ও বোন আছে।

রানার ভগ্নিপতি বিজিবি সদস্য রাসেল শেখ বলেন, “আগুন নেভাতে গিয়ে যে কয়জন মারা গেছেন তাদের মধ্যে রানা মিয়া একজন। রোববার দুপুরে রানার লাশ শনাক্ত আমি নিজেই করি। চট্টগ্রাম মেডিকেল কলেজে তার লাশ আনার অপেক্ষায় আছি। আনুষ্ঠানিকতা শেষ হলেই রানার লাশ মানিকগঞ্জে নিয়ে আসা হবে।”

শিবালয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাল উদ্দিন বলেন, “নিহত রানা মিয়া আমাদের ইউনিয়নের নবগ্রাম গ্রামের বাসিন্দা ছিলেন। গত বৃহস্পতিবার রানা বাড়ি এসেছিলেন। সে ছুটিতে গ্রামে আসলে বিভিন্ন সামাজিক কাজ করতেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।”

Link copied!