• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

অ্যালকোহলযুক্ত তরল পদার্থসহ গ্রেপ্তার ১


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০৫:৩৭ পিএম
অ্যালকোহলযুক্ত তরল পদার্থসহ গ্রেপ্তার ১
গ্রেপ্তার ইয়াসিন আরাফাত

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার মনির হোমিও ফার্মেসি থেকে অ্যালকোহলযুক্ত তরল পদার্থসহ ইয়াসিন আরাফাত (২০) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (২১ মার্চ) ভোর রাতে পৌর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে  ১৭ কেজি ৬৭০ গ্রাম ওজনের অ্যালকোহলযুক্ত তরল পদার্থের ৫৮৯ টি বোতল জব্দ করা হয়।

গ্রেপ্তার ইয়াসিন আরাফাত জেলার বেলকুচি উপজেলার বেড়া খাড়ুয়া গ্রামের শাহ আলমের ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে র‍্যাব-১২ মিডিয়া অফিসার মেজর রিফাত-বিন-আসাদ বলেন, “সোমবার ভোর রাতে র‍্যাব সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে বেলকুচি পৌর এলাকার মনির হোমিও ফার্মেসিতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৫৮৯ বোতল (১৭.৬৭০ লিটার) অ্যালকোহলযুক্ত তরল পদার্থসহ ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়।”

পরে উদ্ধারকৃত অ্যালকোহলযুক্ত তরল পদার্থসহ তাকে মামলা দিয়ে বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Link copied!