• ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২, ১৭ মুহররম ১৪৪৬

অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১১, ২০২২, ০৭:৩৭ পিএম
অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

পঞ্চগড়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

সদর উপজেলায় অবস্থিত টিন পট্টিতে বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে অভিযান পরিচালনা করে তাকে এই জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক।

ইউএনও মাসুদুল হক বলেন, সিরাজুল ইসলাম অনুমোদন বিহীনভাবে সার বাইরে থেকে ক্রয় করে এনে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে আসছিল। অভিযানে এর সত্যতা পেয়ে তাকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। সবাইকে সচেতন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কামাল হোসেন, পঞ্চগড় সদর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান, পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ হাসানসহ সঙ্গীয় ফোর্স।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!