• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

অটোরিকশা-ট্রলির সংঘর্ষে নিহত ২


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২, ১১:০৮ এএম
অটোরিকশা-ট্রলির সংঘর্ষে নিহত ২

সুনামগঞ্জের জগন্নাথপুরে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। 

রোববার (২ জানুয়ারি) সকালে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ এলাকার রানীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজনের পরিচয় জানা গেছে। তিনি পাইলগাঁও ইউনিয়নের রসুলপুর গ্রামের আমির আলী (৪৫)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৮টার দিকে আলীগঞ্জ এলাকার রানীগঞ্জ সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন ঘটনাস্থলে নিহত হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়েদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিএনজিচালিত অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। ট্রলির চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Link copied!