• ঢাকা
  • সোমবার, ১৬ জুন, ২০২৫, ২ আষাঢ় ১৪৩২, ১৯ জ্বিলহজ্জ ১৪৪৬

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে যুবকের আত্মহত্যা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৩, ০১:৩৮ পিএম
স্ত্রীর সঙ্গে ঝগড়া করে যুবকের আত্মহত্যা

রাজধানীর মহাখালীর খ্রিষ্টান পাড়ায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে কবির হোসেন (২৬) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কবির হোসেন নরসিংদী জেলার রায়পুরা থানার কালিকাপুর গ্রামের হাদিস মিয়ার ছেলে।

কবির হোসেনের স্ত্রী শাহিনুর আক্তার বলেন, “আমি ও আমার স্বামী তেজগাঁও কুনিপাড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকি। দীর্ঘদিন যাবত পারিবারিক বিষয় নিয়ে তার সঙ্গে আমার ঝগড়া চলছিল। আজ সকালেও ঝগড়া করে মহাখালীর খ্রিষ্টান পাড়ায় তার বড় ভাই মানিকের বাসায় যায়। সেখানে তার ভাইয়ের টিনশেড বাসায় গলায় রশি পেঁচিয়ে সে আত্মহত্যা করে। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান— আমার স্বামী আর বেঁচে নেই।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।”

Link copied!