• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

সাড়ে ৩ কোটি টাকার এলএসডি মাদকসহ যুবক গ্রেপ্তার


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৩, ০৫:২০ পিএম
সাড়ে ৩ কোটি টাকার এলএসডি মাদকসহ যুবক গ্রেপ্তার

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যের তিন বোতল ভারতীয় এলএসডি (লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড) মাদকসহ আতাউর রহমান ওরফে রানা (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার কেড়াগাছি সীমান্তের বালিয়াডাঙ্গা বাজারের তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আতারউর রহমান সাতক্ষীরা সদর উপজেলার সাতানী ঘোষপাড়া গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ‘ভারত থেকে কেড়াগাছি সীমান্ত দিয়ে ভয়ঙ্কর মাদক এলএসডির একটি বড় চালান আসছে’ এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ। এ সময় সীমান্তের বালিয়াডাঙ্গা বাজারের তিন রাস্তার মোড় থেকে ১০০ মিলি গ্রামের তিন বোতল ভয়ঙ্কর এলএসডি মাদকসহ চোরকারবারী আতাউর রহামানকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়।

এ সময় সুজন হোসেন (২৪) নামের আরেক মাদক চোরাকারবারি পালিয়ে যান। জব্দকৃত এলএসডি মাদকের বাজার মূল্য তিন কোটি ৬০ লাখ টাকা বলেও জানিয়েছে পুলিশ।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আতাউর রহমান ও পলাতক আসামি সুজন হোসেনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Link copied!