চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে বিদেশি পিস্তলসহ রুহুল আমিন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) রাতে জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে অভিযান চালিয়ে তাকে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক রুহুল আমিন জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর এলাকার বাগিচাপাড়ার আনারুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান পরিচালনা করে বিজিবি। রাত ১০টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হুদমাপাড়া এলাকা দিয়ে পাঁচজন ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিলেন। এসময় বিজিবি সদস্যরা তাদের দাঁড়াতে বললে চারজন পালিয়ে যান। পরে রুহুল আমিনকে আটক করে তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন জব্দ করা হয়। এছাড়া পালানো ব্যক্তিদের ফেলে যাওয়া একটি রামদাও জব্দ করা হয়।
লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুহুল চোরাই পথে অস্ত্র আনার বিষয়টি স্বীকার করেছেন। তাকে শিবগঞ্জ থানায় সোপর্দ করে পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।