• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

বালুবাহী ট্রাক্টর উল্টে শ্রমিক নিহত


ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৩, ০৫:১১ পিএম
বালুবাহী ট্রাক্টর উল্টে শ্রমিক নিহত

ঠাকুরগাঁওয়ে বালুবাহী ট্রাক্টর উল্টে কাদেরুল ইসলাম (১৮) নামের বাকপ্রতিবন্ধী এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ অক্টোবর)  ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া লিচুবাগান এলাকার ডিসি পার্কের সামনের নির্মাণাধীন একটি ভবনের বালু দিতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহত কাদেরুল ইসলাম পঞ্চগড় জেলার বোদা থানার মাড়েয়া সর্দার পাড়া গ্রামের তসলিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় ওই ট্রাক্টরের চালক শহিদুল ইসলাম (৩৫) আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড়ের মাড়েয়া থেকে একটি ট্রাক্টর বালু বোঝাই করে লিচুবাগান এলাকার নির্মাণাধীন বাড়ির সামনে এসে দাঁড়ায়। সে সময় ট্রাক্টরটিতে ড্রাইভার ও শ্রমিক দুজনেই ছিল। বৃষ্টি হওয়ার কারণে মাটি নরম থাকায় ট্রাক্টরটি হঠাৎ উল্টে যায়। এতে কাদেরুল বালুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির ট্রাক্টর উল্টে বালুচাপায় শ্রমিকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Link copied!