• ঢাকা
  • শনিবার, ১৪ জুন, ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ জ্বিলহজ্জ ১৪৪৬

নড়াইলে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন রোগী ২০


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৩, ০৬:৫৪ পিএম
নড়াইলে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন রোগী ২০

নড়াইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মলিনা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ২০ জন ভর্তি হয়েছেন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলার সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম পলিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে এদিন সকালে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মলিনা বেগমের মৃত্যু হয়। মলিনা বেগম লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের দরিমিঠাপুর গ্রামের লুৎফর রহমানের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ডেঙ্গু জ্বর নিয়ে মলিনা ভর্তি হন। হাসপাতালে ভর্তির এক ঘণ্টা পর মারা যান তিনি।

সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম পলিন জানান, চলতি মৌসুমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ বছর ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় ৯৭৭জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন। এর মধ্যে সদর হাসপাতালে আটজন, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন এবং কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন। বর্তমানে নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৫৩ জন।

Link copied!