• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

কালভার্টের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৩, ০৭:৩৬ পিএম
কালভার্টের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

যশোরের বেনাপোলে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পৌরগেট সংলগ্ন কাগজপুকুর এলাকার ফুড পোর্ট ক্যাফের পাশে কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য যশোরে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আশেপাশের সিসিটিভি ফুটেজসহ যাবতীয় তথ্যাদি সংরক্ষণ করে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম আলী বলেন, “মরদেহটি উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

Link copied!