নওগাঁর মান্দাই ধানক্ষেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) সকালে উপজেলার পাকুড়িয়া বধ্যভূমির পাশের ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা আক্কাস আলী বলেন, “সকালে মাঠে কাজ করতে গিয়ে ধান ক্ষেতে মরদেহ দেখতে পাই। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।”
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, “এখন পর্যন্ত লাশের নাম পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”