১১ বছর আগে রাজধানীর শাহজাহানপুরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে পড়ে চার বছরের শিশু জিহাদের মর্মান্তিক মৃত্যুর ঘটনা অনেকেরই মনে আছে। সেই ঘটনাকে নতুন করে স্মরণ করিয়ে দিয়ে এবার রাজশাহীর তানোর উপজেলায় প্রায় একই ধরনের দুর্ঘটনা ঘটেছে।
তানোর উপজেলায় পরিত্যক্ত একটি ডিপ টিউবওয়েলের বোরিং পাইপের ভেতরে আটকা পড়েছে স্বাধীন নামে দুই বছরের এক শিশু। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, বাড়ির পাশে খেলতে খেলতে পরিত্যক্ত গভীর নলকূপের বোরিং পাইপে পড়ে যায় ওই এলাকার মো. রাকিবের ছেলে শিশু স্বাধীন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত উদ্ধারের চেষ্টা চালান। তবে তা সফল না হওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে রাজশাহী ফায়ার সার্ভিসের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
রাজশাহী ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবু শামা বলেন, ‘শিশুটিকে জীবিত উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। পাইপের ভেতর থেকে তার সাড়াশব্দ পাওয়া যাচ্ছে। এতে ধারণা করা হচ্ছে, সে এখনো জীবিত রয়েছে।’
২০১৪ সালের ২৬ ডিসেম্বর রাজধানীর শাহজাহানপুরে গভীর নলকূপের পাইপে পড়ে শিশু জিহাদ আটকা পড়ার ঘটনা দেশজুড়ে আলোড়ন তৈরি করেছিল। প্রায় ২৩ ঘণ্টার রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানের পর ফায়ার সার্ভিস উদ্ধার প্রচেষ্টা বন্ধ করলে কয়েকজন তরুণ নিজেদের উদ্যোগে শিশুটিকে উদ্ধার করেন। তবে পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জিহাদকে মৃত ঘোষণা করেন। সেই ঘটনা এখনো দেশের মানুষের মনে দগদগে ক্ষত হয়ে রয়েছে।
তানোরের ঘটনায় পুনরায় সেই স্মৃতি ভেসে ওঠায় এলাকাজুড়ে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমেছে। চলমান উদ্ধার অভিযানের দিকে তাকিয়ে আছে উদ্বিগ্ন মানুষ।







































