দিনাজপুরের পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর ফিলিং স্টেশন এলাকায় ট্রাকের চাকায় দুই শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ মে) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পার্বতীপুর উপজেলার জগন্নাথপুর এলাকার তসলিম উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (২৫) ও রাজনগর এলাকার সুশান্ত দাসের ছেলে সুজিত চন্দ্র দাস (২৪)। তারা দুজনই পার্বতীপুর বেলাইচন্ডি মনপুরা এলাকার সিওয়াই মোল্ডিং (বিডি) কোম্পানি লিমিটেডে টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছুটি শেষে তারা মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে জগন্নাথপুর ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এসময় ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা নিহত হন। ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যান।
ট্রাকের নিচে মোটরসাইকেল আটকে থাকায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও সহকারীকে ধরতে অভিযান চলছে। এ ঘটনায় রাতেই সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




































