টাঙ্গাইলের ধনবাড়ীতে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে দুই এনজিও কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দড়িরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার মোতালেব হোসেন ও জেলার ধনবাড়ী উপজেলার হাতিবান্ধা গ্রামের জাহিদ হাসান।
ধনবাড়ী থানার ওসি (তদন্ত) ইদ্রিস মিয়া বলেন, “ঢাকা থেকে জামালপুরগামী একটি কাভার্ড ভ্যান উপজেলার দড়িরামপুর এলাকায় পৌঁছালে চাকা ফেটে যায়। এতে কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।”