• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল নারীসহ আরও দুজনের


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৩, ০৩:২৬ পিএম
ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল নারীসহ আরও দুজনের

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নারীসহ আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৩০।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১৭০ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪১১ জন।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান।

মারা যাওয়া ওই ব্যক্তিরা হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কেরামত সেক (৪৫) ও জেলার মধুখালী উপজেলার অঞ্জলী সিকদার (৬৩)।

সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ হাজার ৬২ জন। এর মধ্যে ২২ হাজার ৫২১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

Link copied!