• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

চোরাই মোটরসাইকেল ও বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার


লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৪, ০৬:৫৫ পিএম
চোরাই মোটরসাইকেল ও বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর উপজেলায় চোরাই মোটরসাইকেল ও একটি বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন উপজেলার দেওপাড়া গ্রামের নুরু মিয়া পাটোয়ারী বাড়ির আব্দুল খালেকের ছেলে রাসেল (২৪) এবং একই গ্রামের তাজুল ইসলাম সুমনের ছেলে ইমরান (২১)। রাসেল ও ইমরান ভালো বন্ধু।

সোমবার (৫ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নোয়াখালীর কবিরহাট থানার চাঁনপুর এলাকা থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, রাসেল ও ইমরান খারাপ প্রকৃতির লোক। তারা বিদেশি পিস্তল ব্যবহার করে মানুষকে ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেল ছিনতাইসহ নানা ধরনের অপকর্ম করে আসছিলেন। তাদের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন, মো. সোহেল রানা, ডিআইও এ কে এম আজিজুর রহমান মিয়া, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Link copied!