• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৩, ০৮:৪৮ পিএম
ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২৮ আগস্ট) দুপুরে গ্রেপ্তারদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে রোববার (২৭ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ছিলাধারচর সদরদী এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন জেলার ভাঙ্গা উপজেলার ছিলাধারচর সদরদী এলাকার মৃত সেলিম শেখের ছেলে সুজন শেখ (২৫) এবং একই উপজেলার মৃত আনোয়ার আলী ফকিরের ছেলে বাদল ফকির (২৮)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভাঙ্গা জোন) মোহাম্মদ মামুনুর রশীদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

মামুনুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই মাদক কারবারি গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি মাদক মামলা করা হয়েছে।

Link copied!