• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ দুইজন আটক


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩, ০৮:৫১ পিএম
ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ দুইজন আটক

পাবনার ঈশ্বরদীতে অবরোধে নাশকতার পরিকল্পনার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ককটেল ও পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

আটকরা হলেন ঈশ্বরদী পৌর সদরের ফতে মোহাম্মদপুর নিউ কলোনী এলাকার আব্দুল ওহাবের ছেলে ও ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আউয়াল কবির (৩৮) এবং একই এলাকার হাবিবুর রহমানের ছেলে সরোয়ার জাহান শিশির (৩৩)।

র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার গোলাম ফারুক এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, স্বেচ্ছাসেবক দলের নেতা আউয়াল কবির ও তার সহযোগীরা অবরোধের সমর্থনে দাশুড়িয়া এলাকায় মহাসড়কে নাশকতার পরিকল্পনা করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!