• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৩, ১০:১০ এএম
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ বহদ্দারকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন চকরিয়ার বিএমচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ বহদ্দার কাটায় এলাকার আনোয়ার হোসেনের ছেলে শাহাদাত হোসেন (৫০) ও শহিদুল ইসলাম (২২)।

সেপটিক ট্যাংক কেটে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ভাইয়ের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাবেদ বলেন, দুই ভাই ট্যাংক পরিষ্কার করতে নামেন। প্রথমে ছোট ভাই ট্যাংকে নামেন। কিন্তু অক্সিজেন সংকটে পড়ে তিনি উঠতে পারেননি। তাকে বাঁচাতে গিয়ে বড় ভাইও ট্যাংকে নেমে অক্সিজেন সংকটে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই ভাইকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি মোহাম্মদ জাবেদ আরও বলেন, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্ত করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!