• ঢাকা
  • বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১১ সফর ১৪৪৬

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৬ জেলে উদ্ধার


পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২, ০৩:১১ পিএম
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৬ জেলে উদ্ধার

পটুয়াখালীর রাঙ্গাবালীসংলগ্ন বঙ্গোপসাগরে ঢেউয়ের তোড়ে তলা ফেটে একটি মাছধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় পাশে থাকা অন্য একটি ট্রলার ডুবে যাওয়া ট্রলারের ছয় জেলেকে উদ্ধার করে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার সোনার চরসংলগ্ন সাগরে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধার জেলেদের বাড়ি রাঙ্গাবালী উপজলোর কোড়ালীয়া গ্রামে।

ডুবে যাওয়া ট্রলারের মালিক জাফর মাঝি (৫৫) জানান, হঠাৎ সাগরের ঢেউয়ের তোড়ে মাছ শিকাররত অবস্থায় তাদের ট্রলারটি ডুবে যায়। এতে তার ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে ট্রলারটি সাগরে নিমজ্জিত অবস্থায় আছে। এ ঘটনায় ট্রলারে থাকা সব জেলেকে উদ্ধার করা হয়েছে।

এদিকে লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় সোমবার (১৯ সেপ্টেম্বর) থেকেই মহিপুর ও আলীপুরের খাপড়াভাঙ্গা নদীতে আশ্রয় নিয়েছে সহস্রাধিক মাছ ধরা ট্রলার।

Link copied!