ময়মনসিংহে ৬ থানার ওসিকে বদলি


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: মে ৬, ২০২৫, ১০:৫২ এএম
ময়মনসিংহে ৬ থানার ওসিকে বদলি
ছবি : সংগৃহীত

এক দিনের ব্যবধানে ময়মনসিংহ জেলার ছয় থানার ওসিকে বদলি করা হয়েছে। এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৫ মে) পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. মতিউর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে চার ওসির বদলির আদেশ জারি করা হয়। এর আগের দিন দুই ওসির বদলির আদেশ দেওয়া হয়েছিল।

সোমবারের আদেশে বদলিকৃতরা হলেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান শফিক, গৌরীপুর থানার ওসি মির্জা মাজহারুল আনোয়ার, ভালুকা মডেল থানার ওসি মো. শামছুল হুদা খান এবং নান্দাইল থানার ওসি ফরিদ আহমেদ। এর মধ্যে সফিকুল ইসলাম খান শফিক, মাজহারুল আনোয়ার এবং মো. শামছুল হুদা খানকে চট্টগ্রাম রেঞ্জে; আর ফরিদ আহমেদকে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে।

রোববার (৪ মে) অপর একটি বিজ্ঞপ্তিতে হালুয়াঘাট থানার ওসি আবুল খায়েরকে এপিবিএন এবং মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ কামাল হোসেনকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়। সোমবার রাতে ছয় ওসির বদলির খবর প্রকাশ হলে তাৎক্ষণিকভাবে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সময় অনেকে বদলির সিদ্ধান্তে ময়মনসিংহ রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া এবং জেলা পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলমের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

Link copied!