চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী ময়মনসিংহ এক্সপ্রেসের বগি লাইনচ্যুতির হয়েছে। এই ঘটনায় চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ময়মনসিংহের পলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর উপ পরিদর্শক মেহেদী হাসান জানান, সকালে ময়মনসিংহ এক্সপ্রেসের বগি লাইনচ্যুতি হয়েছে ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটে। বগি উদ্ধারের ব্যবস্থা চলছে। উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।