• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

সালথায় বিভিন্ন দলের তিন হাজার নেতাকর্মীর আ.লীগে যোগদান


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৩, ০৯:২৫ পিএম
সালথায় বিভিন্ন দলের তিন হাজার নেতাকর্মীর আ.লীগে যোগদান

ফরিদপুরের সালথা উপজেলায় বিএনপিসহ বিভিন্ন দলের ৩ হাজার নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। শুক্রবার (৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার কাগদী স্বজনকান্দার মাতুব্বর বাড়িতে এক উঠান বৈঠক ও যোগদান সভার আয়োজন করা হয়।

সেখানে ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়ার হাতে ফুল দিয়ে নেতাকর্মীরা দলটিতে যোগদান করেন।

জামাল হোসেন মিয়া বলেন, “সারা দেশে উন্নয়নের জোয়ার দেখে সালথায় বিএনপিসহ বিভিন্ন দলের তিন হাজার নেতাকর্মী আমার হাতে হাত রেখে ও ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন। আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ও নৌকাকে ভালোবেসে আসন্ন সংসদ নির্বাচনে তারা নৌকায় ভোট দিয়ে এই সরকারকে আবার ক্ষমতায় আনবেন।”

এ সময় মাঝারদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হাফিজুর রহমান, সাবেক ইউপি সদস্য মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. লেবু মোল্যা, নগরকান্দার তালমা ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মো. কামাল হোসেন, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বাবু হরিশ চন্দ্র দাস, নগরকান্দা পৌরসভার সাবেক কাউন্সিলর মো. ইউনুচ শেখ, নগরকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, নগরকান্দা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা আক্তার, নগরকান্দা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Link copied!