• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

বিস্ফোরক দ্রব্যসহ আরসার তিন সদস্য গ্রেপ্তার


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৩, ০৪:৪২ পিএম
বিস্ফোরক দ্রব্যসহ আরসার তিন সদস্য গ্রেপ্তার
বিস্ফোরক দ্রব্যসহ আরসার তিন সদস্য গ্রেপ্তার। ছবি : সংবাদ প্রকাশ

কক্সবাজারে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেলসহ আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (৩১ ডিসেম্বর) ভোরে শহরের কলাতলীর ডিসি পাহাড় সংলগ্ন আদর্শগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৪.৯ কেজি বিস্ফোরক দ্রব্য, ১৫ টি ককটেল, আইডি তৈরির সরঞ্জাম, দেড় কেজি মারকারী, ১টি ওয়াকিটকি, ৫৩টি সার্কিট, ৯ বান্ডিল সামরিক বাহিনীর পোষাক তৈরির কাপড়, ৭০টি গেঞ্জি, ১২টি টুপি, ১৩০টি হ্যান্ড গ্লোভস, ২ হাজার ২৯০ টাকা, ২টি মোবাইল ও ১টি ল্যাপটপ জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন আরসার লজিস্টিক শাখার প্রধান ও উখিয়া ক্যাম্প-৩ এর মৃত আবুল কাশেমের ছেলে হাফেজ রহমত উল্লাহ (৩৫), ক্যাম্প-৫ এর নুরুল ইসলামের ছেলে মনজুর আলম (২৩) এবং একই ক্যাম্পের কামাল হোসেনের ছেলে নুরুল ইসলাম (২৫)।

র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

আবু সালাম চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কলাতলীর ডিসি পাহাড় সংলগ্ন আদর্শগ্রাম এলাকায় র‌্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় সন্ত্রাসী সংগঠন আরসার লজিস্টিক কমান্ডার হাফেজ রহমত উল্লাহসহ তিনজন আরসা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। 

Link copied!