• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন


নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৩, ০২:৪২ পিএম
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন

নরসিংদীতে ট্রাক-পিকআপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এর আগে বুধবার (১১ অক্টোবর) রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সৃষ্টিঘর এলাকায় এনা পরিবহনের বাসের ধাক্কায় খাদেমুল নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন। এখনো তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

অন্যদিকে ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। তার মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিকে জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

Link copied!