• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

রংপুর মেডিকেলে কোনো সিন্ডিকেট থাকবে না : স্বাস্থ্যমন্ত্রী


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ০৬:৪৯ পিএম
রংপুর মেডিকেলে কোনো সিন্ডিকেট থাকবে না : স্বাস্থ্যমন্ত্রী

আগামীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কোনো সিন্ডিকেট থাকবে না। হাসপাতালে রোগীরা সেবা নিতে আসেন। যারা রোগীদের সেবা নিতে বাধাগ্রস্ত করবে তাদের হাসপাতালের না রাখার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ১০০ শয্যা বিশিষ্ট রংপুর মা ও শিশু হাসপাতাল উদ্বোধন করতে এসে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, “আমরা রংপুর মেডিকেলের অনেক দুর্নীতির তথ্য জেনেছি। হাসপাতালটিতে কিছু অব্যবস্থাপনা ছিল। আমরা সেখানে নতুন লোক নিয়োগ দিয়েছি। প্রধানমন্ত্রীও আমাদের রংপুরের প্রতি বিশেষ নজর রয়েছে। আমাদের প্রতি আস্থা রাখুন। আমরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত সেবা নিশ্চিত করব।”

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “মেডিকেলে সকল প্রকার আধুনিক যন্ত্রপাতি থাকা স্বত্ত্বেও রোগীরা কেন সেবা পাবে না? সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে। এছাড়া আধুনিক শিশু হাসপাতালের মাধ্যমে রংপুর বিভাগের শিশুরা আধুনিক সেবা পাবেন।”

এসময় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বিমল রায়, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!