• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

মাদক মামলায় রোহিঙ্গা যুবকের যাবজ্জীবন


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: মে ১০, ২০২৩, ০৯:৫০ পিএম
মাদক মামলায় রোহিঙ্গা যুবকের যাবজ্জীবন

কক্সবাজারে ১৪ হাজার ৯৭০ পিস ইয়াবা পাচার মামলায় ফয়েজ আহমদ নামের এক রোহিঙ্গার যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১০ মে) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নিশাত সুলতানা এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম।

দণ্ডপ্রাপ্ত ফয়েজ আহমেদ উখিয়া উপজেলার বালুখালী ১৮-নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত সিরাজুল ইসলাম ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন একই আদালতের অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট মোজাফফর আহমদ হেলালী এবং আসামির পক্ষে অ্যাডভোকেট তাজমিন হুদা চৌধুরী সেতু মামলাটি পরিচালনা করেন।

Link copied!