• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

সিরাজগঞ্জে ডেঙ্গুতে স্কুলশিক্ষার্থীর মৃত্যু


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৩, ০২:৪৫ পিএম
সিরাজগঞ্জে ডেঙ্গুতে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিহাব মোল্লা (১৫) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিন।

শিহাব সালদাইড় উত্তরপাড়া গ্রামের শরিফুল মোল্লার ছেলে। সে বেলকুচি উপজেলার কে সি সালদাইড় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

এ বিষয়ে ভাঙ্গাবাড়ি ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিন বলেন, “কিছুদিন ধরেই শিহাবের জ্বর ছিল। শুক্রবার সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।” 

Link copied!