• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ড্রামট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত


মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৩, ০২:২৫ পিএম
ড্রামট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত

মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সিয়াম হোসেন (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময় অপর মোটরসাইকেল আরোহী বকুল হোসেনও (১৫) গুরুতর আহত হন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার আকুবপুর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

সিয়াম হোসেন উপজেলার মটমুড়া ইউনিয়নের আকুবপুর গ্রামের মো. হাশেম আলীর ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, সিয়াম ও বকুল মোটরসাইকেলে চেপে সকাল আটটার দিকে পার্শ্ববর্তী খলিসাকুন্ডি বাজারে যাচ্ছিল। পথে আকুবপুর বাজারের কাছে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এ সময় গুরুতর আহত সিয়াম ও বকুলকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরপরই সিয়াম মারা যায়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।

ওসি মো. তাজুল ইসলাম বলেন, স্থানীয়রা চালকসহ ট্রাকটি পুলিশে সোপর্দ করেছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Link copied!