• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

‘ধর্মীয় উসকানিদাতাদের শিকড় উপড়ে ফেলা হবে’


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২, ০৯:১৪ এএম
‘ধর্মীয় উসকানিদাতাদের শিকড় উপড়ে ফেলা হবে’

ধর্মীয় উসকানিদাতাদের শিকড় উপড়ে ফেলার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেছেন, “ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম নিয়ে কেউ উসকানিমূলক কথাবার্তা ও গুজব ছড়াবেন না। গুজব রটনাকারীদের প্রশাসনের হাতে ধরিয়ে দেবেন।”

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়ন ও রাজগঞ্জ পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

মো.শহীদুল ইসলাম বলেন, “যারা ধর্ম নিয়ে দাঙ্গা সৃষ্টি করতে চায় ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়, তাদের ছাড় দেওয়া হবে না। কঠোর শাস্তির মোকাবিলা করতে হবে তাদের। নোয়াখালীর সব পূজামণ্ডপে সিসি ক্যামেরার আওতায় ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে।”

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব, বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনিসহ বিট পুলিশিং অফিসার ছয়ানি ও রাজগঞ্জ পূজা উদ্‌যাপন কমিটির নেতারা।

Link copied!