• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

মির্জা ফখরুলের নামে অপপ্রচার, ৫০০ কোটি টাকার মামলা


ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৩, ০৪:৪৯ পিএম
মির্জা ফখরুলের নামে অপপ্রচার, ৫০০ কোটি টাকার মামলা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে মেহেদী হাসান রনি নামের এক যুবকের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নাল আবেদীন ঠাকুরগাঁও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।

মামলার আসামি মেহেদী হাসান রনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাজিদপুর গ্রামের আব্দুল বক্করের ছেলে।

মামলার বাদী জয়নাল আবেদীন বলেন, একজন স্বনামধন্য রাজনীতিবিদের বিরুদ্ধে সরকারি মদদে মিথ্যা তথ্য প্রকাশ করায় ৫০০ কোটি টাকার মানহানি হয়েছে। এ কারণে দণ্ডবিধি ৫০০ ও ৫০১ ধারায় মেহেদী হাসান রনির নামের মামলা করা হয়েছে। মামলাটি অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস রমেশ কুমার ডাগা মামলাটি গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!